কক্সবাজার: টেকনাফে চার বছর আগে ইয়াবাসহ আটক হওয়া এক মাদক কারবারিকে ছয় বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (১৫ সেপ্টেম্বর) কক্সবাজার দায়রা জজ প্রথম আদালতের বিচারক মাহমুদুল হাসান এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামির নাম মো. ফরিদ (৪৫)। তিনি টেকনাফ পৌরসভার ১ নং ওয়ার্ডের মিঠাপানির ছড়া এলাকার বাসিন্দা।
তবে মামলার রায় হলেও ফরিদ বর্তমানে পলাতক রয়েছেন। তাই তার আত্মসমর্পণ কিংবা গ্রেফতারের দিন থেকে শুরু হবে সাজার মেয়াদ গণনা।
তার কাছ থেকে জব্দ করা ইয়াবা বাজেয়াপ্ত ও ধ্বংস করার জন্য কোর্ট পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে এদিন।
মামলায় রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) আবদুর রউফ ও জেলা বারের সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন আহমেদ। আসামি পক্ষের আইনজীবী ছিলেন মোহাম্মদ ইসমাইল।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ২৮ অক্টোবর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে টেকনাফ পৌরসভার টেক্সি স্ট্যান্ড এলাকায় পাঁচ হাজার পিস ইয়াবাসহ আটক হন ফরিদ। এ ঘটনায় তার বিরুদ্ধে টেকনাফ থানায় মামলা করেন পরিদর্শক লোকাশীষ চাকমা।
বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২১
এসবি/এনএসআর