কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় সাদিয়া আক্তার (১৪) নামের এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
বুধবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার জালালপুর ইউনিয়নের ফেকামারা আশ্রয়ণ প্রকল্প সংলগ্ন পুরাতন ব্রহ্মপুত্র নদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
সাদিয়া আক্তার ওই এলাকার নজির উদ্দিনের মেয়ে এবং স্থানীয় একটি মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে বাড়ির পাশে ফেকামারা আশ্রয়ণ প্রকল্প সংলগ্ন পুরাতন ব্রহ্মপুত্র নদে বোনের সঙ্গে সাদিয়া গোসল করতে নামে। এ সময় তার বোন গোসল করে নদের পাড়ে উঠতে পারলেও সাদিয়া পানিতে তলিয়ে যায়।
ওই খবর পেয়ে আশেপাশের লোকজন ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করতে চেষ্টা করেন। তারা উদ্ধার করতে না পেরে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর জানানো হয়। পরে কিশোরাগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত সাড়ে ৮টার দিকে সাদিয়ার মরদেহ উদ্ধার করা হয়।
কটিয়াদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২২২২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২১
জেএইচটি