ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চুলার আগুনে চারটি ঘর পুড়ে ছাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২১
চুলার আগুনে চারটি ঘর পুড়ে ছাই প্রতীকী ছবি

মাগুরা: মাগুরার শ্রীপুর উপজেলায় রান্না ঘরে থাকা চুলার আগুনে প্রতিবেশীর চারটি বসতঘর পুড়ে গেছে।  

বুধবার (১৫ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে শ্রীপুরের  উপজেলার শ্রীপুর গ্রামের মধ্য পাড়ায় এ ঘটনা ঘটে।

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সাখাওয়াত হোসেন  বলেন, খবর পেয়ে আমরা অতি দ্রুত ঘটনাস্থলে এসে দেখি, একটি ঘর পুড়ে গেছে। অন্য তিনটি ঘর জ্বলছে। এরপর অনেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে বাকি তিনটি বসতঘরের প্রায় সম্পূর্ণ অংশ পুড়ে গেছে।  

তিনি বলেন, চুলার আগুন থেকে এ ঘটনার সূত্রপাত হয়েছে। এতে ক্ষয়-ক্ষতির পরিমাণ আনুমানিক ৫ লাখ টাকা।   

এ বিষয়ে শ্রীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মসিয়ার রহমান বলেন, চুলার আগুন থেকে শ্রীপুর মধ্য পাড়ার সাহেব আলী শেখ, নাসিরউদ্দিন শেখ, বছির শেখ ও হেলাল শেখের চারটি ঘর আগুনে পুড়ে গেছে।

বাংলাদেশ সময়: ০০৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২১
জেএইচটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।