ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২১
রাজধানীতে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

ঢাকা: রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগরে একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে হাসু (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

হাসু নিলফামারী সদর উপজেলার বাসিন্দা। তবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া নিরাপত্তাকর্মী নাহিদ হাসান জানান, আফতাবনগরের এইচ ব্লকে নির্মাণাধীন একটি ভবনে রড মিস্ত্রির কাজ করতেন হাসু। চলতি বছরের জানুয়ারি থেকে তিনি ওই ভবন কাজ করে আসছিল। আজকে কাজ করার একপর্যায়ে ভবন থেকে পড়ে যান হাসু। তাৎক্ষণিকভাবে আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি বাড্ডা থানা পুলিশকে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২১
এজেডএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।