খুলনা: খুলনায় ইজিবাইকের গ্যারেজ থেকে মো. শামীম (১৮) নামে এক ম্যানেজারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকালে মহানগরীর লবণচরার মোহাম্মাদ নগর বাবলু সড়কের একটি গ্যারেজ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
শামীম খুলনার দারোগার ভিটে শান্তিনগরের মো. মুজিবুর রহমান মোড়লের ছেলে।
লবনচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমীর কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, গ্যারেজ থেকে শামীমের মরদেহ উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২১
এমআরএম/জেডএ