নারায়ণগঞ্জ: নারায়নগঞ্জে এশিয়ান হাইওয়ে সড়কের সাদিপুর ইউনিয়নের বৈরিবাড়ি এলাকায় কার্ভাডভ্যানের ধাক্কায় মো. আমির হোসেন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
আমির হোসেন জামপুর ইউনিয়নের নানাবো এলাকার আব্দুল আজিমের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুরের দিকে ঘটনাস্থলে একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই আমিরের মৃত্যু হয়।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, নিহতের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২১
জেডএ