নরসিংদী: নরসিংদীর শিবপুরে বাসচাপায় পরিমল চন্দ্র সাহা (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ইটাখোলা চত্বরসংলগ্ন একটি সিএনজি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ইটাখোলা চত্বর এলাকায় শরীফ সিএনজি ফিলিং স্টেশনের সামনে দাঁড়িয়ে সবজি কিনছিলেন পরিমল চন্দ্র সাহা। এ সময় ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী উত্তরা কাজী পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হায়দার তালুকদার বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২১
এনটি