নরসিংদী: নরসিংদীর পলাশে সুমন মিয়া (৪০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার কাঠাঁলতলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সুমন মিয়া নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার গোপালদী ব্যাপারীপাড়া গ্রামের সোনাই মিয়ার ছেলে। তিনি বুধবার বিকেলে বাড়ি থেকে নরসিংদীর শিবপুরে শ্বশুর বাড়ির উদ্দেশে বের হন। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে উপজেলার চরসিন্দুর-পাঁচদোনা সড়কের মালিতা কাঁঠালতলা এলাকার আসাদ মিয়ার বাড়ির পূর্ব পাশের মেহগনি গাছে এক যুবকের মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। পরে দুপুরে পরিবারের সদস্যরা নিহত যুবকে সুমন বলে চিহ্নিত করে।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ বাংলানিউজকে জানান, সুমনের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তীকালে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২১
এনটি