ঢাকা, শুক্রবার, ২৩ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

ঢাকার ফুচকার স্বাদ নিলেন ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার 

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২১
ঢাকার ফুচকার স্বাদ নিলেন ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার  ঢাকার ফুচকার স্বাদ নিলেন ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার 

ঢাকা: ঢাকায় নিযুক্ত ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার জাভেদ প্যাটেল প্রথমবারের মতো ফুচকা খেয়েছেন। প্রথমবার স্বাদ নিয়ে ফুচকা বেশ পছন্দ করেছেন তিনি।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) ঢাকার ব্রিটিশ হাইকমিশনের এক ফেসবুকে পোস্টে বিষয়টি জানানো হয়েছে।

পোস্টে উল্লেখ করা হয়, ডেপুটি হাইকমিশনার জাভেদ প্যাটেল প্রথমবারের মতো ঢাকার ফুচকার স্বাদ নিয়েছেন। তিনি এটা খুব পছন্দ করেছেন।

উল্লেখ্য, সম্প্রতি ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ঢাকার দই খেয়ে প্রশংসা করেছেন। তিনি ১০ সেকেন্ডে এক হাড়ি দই শেষ করেছেন। এর আগে পুরান ঢাকার ঐতিহ্যবাহী বাকরখানি খেয়ে মুগ্ধ হয়েছিলেন ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকটার ভেন্ডসেন।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২১
টিআর/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।