ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দুর্গাপুরে বজ্রপাতে জেলের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২১
দুর্গাপুরে বজ্রপাতে জেলের মৃত্যু প্রতীকী ছবি

রাজশাহী: রাজশাহীর দুর্গাপুর উপজেলায় বজ্রপাতে জালেক আলী (৩৭) নামে এক জেলের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার শ্যামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জালেক ওই এলাকার আব্দুল মালেকের ছেলে।

পুলিশ জানায়, বিকেলে ১১ জন জেলে শ্যামপুরে লুতফর রহমানের পুকুরে মাছ ধরতে যায়। একপর্যায়ে বৃষ্টি শুরু হলে বজ্রপাতের ঘটনা ঘটে।

এ সময় বজ্রপাতে দগ্ধ হয়ে পুকুরে পড়ে যান জালেক। পরে সহযোগীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক রিফাত আবেদীন তাকে মৃত ঘোষণা করেন।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশমত আলী বাংলানিউজকে বলেন, নিহত জালেকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২১
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।