মৌলভীবাজার: পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসানকে সম্মাননা দিয়েছে পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি মৌলভীবাজার জেলা কমিটি।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে সংগঠনের নেতারা পর্যটন অধ্যুষিত এ জেলার জীববৈচিত্র রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় সম্মাননা স্মারক জেলা প্রশাসকের হাতে তোলে দেওয়া হয়।
এসময় সংগঠনের নেতারা জেলার নানা গুরুত্বপূর্ণ স্থানের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ভূমিকা রাখায় জেলা প্রশাসককে অভিনন্দন জানান।
এছাড়া অবৈধ বালু উত্তোলন, পাহাড়ি টিলা, নদী, হাওর ও হাওরতীরের পাখি বাড়িগুলো রক্ষায় আরও দৃঢ় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান।
জেলা প্রশাসকও বিষয়গুলো গুরুত্ব সহকারে বিবেচনায় নিয়ে তা রক্ষায় উদ্যোগী হবেন বলে আশ্বস্ত করেন।
এছাড়াও জেলায় কোথাও পরিবেশ ও জীববৈচিত্রের ক্ষতি হচ্ছে এমন দৃশ্য চোখে পড়লে তাকে অবগত করতে সংগঠনের নেতাদেরকে অনুরোধ জানান।
সম্মাননা স্মারক প্রদানকালে উপস্থিত ছিলেন সৈয়দ মহসীন পারভেজ, এস এম উমেদ আলী, নজরুল ইসলাম মুহিব প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২১
বিবিবি/এএটি