বগুড়া: বগুড়ার শাজাহানপুরে উপজেলার আড়িয়া বাজার স্ট্যান্ড এলাকায় ট্রাক উল্টে শাহাদত হোসেন (৩০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন।
নিহত শাহাদত হোসেন বগুড়ার ধুনট উপজেলার মাঠপাড়া গ্রামের সোহরাব হোসেনের ছেলে। তিনি শেরপুর লেবার (শ্রমিক) সমিতির সদস্য।
জানা গেছে, শেরপুর উপজেলা থেকে ধানের তুষ বোঝাই একটি ট্রাক বগুড়ার দিকে যাচ্ছিল। ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত মালামাল বহন করার কারণে আড়িয়াবাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে। এতে ট্রাকে থাকা সাতজন শ্রমিকের মধ্যে ছয়জন প্রাণে বেঁচে গেলেও চাপা পড়ে ঘটনাস্থলেই শাহাদতের মৃত্যু হয়।
ওসি আব্দুল্লাহ আল-মামুন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে হাইওয়ে পুলিশ।
বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২১
কেইউএ/এসআরএস