ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

নান্দাইলে পানিতে ডুবে ২ বোনের মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২১
নান্দাইলে পানিতে ডুবে ২ বোনের মৃত্যু 

ময়মনসিংহ: ময়মনসিংহের নান্দাইল উপজেলার চণ্ডিপাশা ইউনিয়নের কুড়াটি গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা চাচাতো বোন।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ‍্যায় নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) উবায়দুর রহমান বাংলানিউজকে এ তথ‍্য নিশ্চিত করেন।

মৃতরা হলো- ওই গ্রামের তারা মিয়ার মেয়ে তানিয়া আক্তার (৯) ও বাচ্চু মিয়ার মেয়ে উম্মে হাবিবা (৮)।  

ওসি উবায়দুর রহমান জানান, দুপুরের দিকে তানিয়া, হাবিবাসহ আরও দুইটি শিশু বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে নামে। এ সময় তানিয়া ও হাবিবাকে পানিতে তলিয়ে যেতে দেখে সেখানে থাকা অন্য শিশুরা চিৎকার দেয়। পরে স্থানীয়রা টের পেয়ে পুকুরে নেমে ওই দুই শিশুকে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসা পরীক্ষা-নিরীক্ষা করে দু’জনকেই মৃত ঘোষণা করেন।  

এ ঘটনায় নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে বলে জানান ওসি।  

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।