সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনি উপজেলায় ধানক্ষেতের ড্রেন থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার শোভনালীর একটি ধানক্ষেতের ড্রেন থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
ওই দুই যুবক হলেন- আশাশুনির শোভনালী ইউনিয়নের গোদাড়া এলাকার মোস্তফা মোল্লার ছেলে আব্দুর রশিদ মোল্লা (২৩) ও একই এলাকার রসুল পাড়ের ছেলে ইদ্রিস পাড় (২০)।
স্থানীয়রা জানান, ভোরে মাঠে কাজ করতে গিয়ে কৃষকরা তাদের মরদেহ দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে ওই দুই যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে ওই দুই যুবকের মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২১
এসআই