নীলফামারী: নীলফামারীতে মোটরসাইকেলের সঙ্গে নসিমনের মুখোমুখি ধাক্কায় আব্দুল গণি (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী থানার পরিদর্শক (ওসি) মাহমুদ উন নবী।
এর আগে বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে নীলফামারী-জলঢাকা সড়কের কচুকাটা উত্তর পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আব্দুল গণি কচুকাটা ইউনিয়নের চেয়ারম্যান পাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে। আহতরা হলেন- বানিয়া পাড়া এলাকার খোদা বক্সের ছেলে জিকরুল ইসলাম (৩৫), চেয়ারম্যান পাড়া এলাকার ফয়জুল ইসলাম (৩২) ও ইসমাইল হক (৩০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুটি মোটরসাইকেল একই সঙ্গে নীলফামারী থেকে কচুকাটার দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে অপরদিক থেকে আসা গরুবাহী নসিমনের সঙ্গে মোটরসাইকেল দু’ টির মুখোমুখি ধাক্কা লাগলে ঘটনাস্থলেই মারা যান একজন। এতে মারাত্বভাবে আহত হন তিনজন। আহতদের চিকিৎসার জন্য রংপুরে নেওয়া হয়েছে।
ওসি মাহমুদ উন নবী জানান, পালিয়ে যাওয়ায় নসিমন চালককে আটক করা সম্ভব হয়নি। তবে পুলিশ তাকে আটকের চেষ্টা চালাচ্ছে।
বাংলাদেশ সময় : ১৪১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২১
জেডএ