লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় এক কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে রাশেদুল ইসলাম (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে তাকে আটক করে হাতীবান্ধা থানা পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।
এর আগে, একই দিন সকালে উপজেলার গেন্দুকুড়ি নিয়াজি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আটক রাশেদুল ইসলাম ওই গ্রামের মৃত জাফরের ছেলে।
পুলিশ জানায়, বাড়ির লোকজন বাইরে কাজে ব্যস্ত থাকায় ওই কিশোরী নিজ বাড়িতে একা ছিল। এই সুযোগে রাশেদুল তাকে ধর্ষণ চেষ্টা করেন। তখন ওই কিশোরীর চিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে রাশেদুলকে আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাশেদুলকে আটক করে।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বাংলানিউজকে বলেন, রাশেদুলকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২১
এনটি