কুড়িগ্রাম: কুড়িগ্রামের চিলমারী উপজেলায় বজ্রপাতে ময়েন আলী (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ব্রহ্মপুত্র নদের অভ্যন্তরের নয়ারহাট ইউনিয়নের গয়নার পটল এলাকায় এ ঘটনা ঘটে।
নয়ারহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু হানিফা বাংলানিউজকে জানান, বিকেলে বৃষ্টির মধ্যে উপজেলার নয়ারহাট ইউনিয়নের গয়নার পটল এলাকায় চরের জমিতে বাদামের বীজ রোপণ করছিলেন ময়েন আলী। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২১
এফইএস/আরবি