কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ১০ কেজি গাঁজাসহ দুই মাদকবিক্রেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
শুক্রবার (১৭ সেপ্টেম্বর)) বিকেলে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় র্যাব-১৪ ভৈরব ক্যাম্প।
আটকরা হলেন- বরগুনা জেলার তালতলী উপজেলার গাববাড়ীয়া এলাকার মৃত জব্বার হাওলাদারের ছেলে মো. আব্বাছ হাওলাদার (৩২) ও পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার মিঠাখালী এলাকার নুরুল ইসলামের ছেলে মো. সুজন (৩৮)।
তারা উভয়েই ঢাকা শহরের পূর্ব বাড্ডা ও মেরুল বাড্ডা এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার সকালে ভৈরব উপজেলায় মিন্টু মিয়ার ফিলিং স্টেশনের সামনে ঢাকা-সিলেট মহাসড়কের অভিযান চালায় র্যাব সদস্যরা। এ সময় ঢাকাগামী লেনে একটি পিকআপভ্যানে তল্লাশি করে ১০ কেজি গাঁজা জব্দসহ মাদকবিক্রেতা আব্বাছ ও সুজনকে আটক করা হয়। গাঁজাসহ আটক দু’জনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা নেওয়া প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২১
এসআরএস