বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জে দাঁড়িয়ে থাকা ভ্যানে যাত্রীবাহী বাসের ধাক্কায় অন্তত ৮জন আহত হয়েছেন। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের বনগ্রাম নামক স্থানে পিরোজপুরগামী একটি যাত্রীবাহী বাস ভ্যানগুলোকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী মরিয়ম আক্তার নিশা বলেন, নির্বাচনী প্রচারণায় যাওয়ার জন্য তিনটি ভ্যানে অপেক্ষা করছিলাম। এ সময় বাগেরহাট থেকে পিরোজপুরগামী একটি যাত্রীবাহী বাস আমাদের দাঁড়িয়ে থাকা ভ্যানে ধাক্কা দেয়। এতে ভ্যান চালক এনছান ও আবেদ আলীসহ ৮ জন আহত হয়েছে।
সাব্বির শেখ বলেন, ভ্যানগুলো রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। বাসটি অতিরিক্ত গতিতে এসে ভ্যানগুলোকে ধাক্কা দেয়। এতে ভ্যানগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।
মোরেলগঞ্জ উপজেলার মহিষপুরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মাহমুদ হাসান বলেন, ভ্যানে বাসের ধাক্কায় হতাহতের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। পরবর্তীতে স্থানীয় ইউপি সদস্যের মধ্যস্থতায় বিষয়টি মীমাংসা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, ১৭ সেপ্টেম্বর, ২০২১
এমএমজেড