ঢাকা, শুক্রবার, ২৩ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

নেত্রকোনায় ট্রাক্টরের সংঘর্ষে অটোরিকশাচালক নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২১
নেত্রকোনায় ট্রাক্টরের সংঘর্ষে অটোরিকশাচালক নিহত 

নেত্রকোনা: নেত্রকোনার কেন্দুয়া উপজেলার আঠারো বাড়ি সড়কের কমলপুর নামক স্থানে অটোরিকশা ও কৃষিকাজে ব্যবহৃত ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে সোহরাব (১৭) নামে অটোরিকশা চালক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন।

 

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। সোহরাব ছিলিমপুর গ্রামের ছদ্দু মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে উপজেলার ছিলিমপুর গ্রাম থেকে একটি অটোরিকশা যাত্রী নিয়ে কেন্দুয়া পৌর শহরের দিকে আসছিলো। এসময় কেন্দুয়া-আঠারবাড়ি সড়কের কমলপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে চালকসহ পাঁচজন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে আদমপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে গুরুতর আহতদের মধ্যে তিনজনকে ময়মনসিংহ মেডিক্যালে পাঠালে সেখানে মারা যায় অটোরিকশা চালক সোহরাব।

অন্যান্য আহতরা হলেন- হাছনা আক্তার (৩০), রয়েল মিয়া (২৬), আল্লাদ মিয়া (৩০) ও রিনা আক্তার (২২)। তাদের বাড়ি উপজেলার চিরাং ইউনিয়নের ছিলিমপুরসহ বিভিন্ন গ্রামে।

এ ব্যাপারে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজি শাহনেওয়াজ সত্যতা নিশ্চিত করে বলেন, এ দুর্ঘটনায় একজন মারা গেছে। ট্রাক্টরটি ইটভাটার ছিলো। ঘটনার পরে চালক পালিয়ে গেলেও ট্রাক্টর আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।