ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

ভৈরব নদে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২১
ভৈরব নদে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

মেহেরপুর: মুজিবনগর উপজেলার রতনপুর স্লুইস গেটের কাছে সেলফি তুলতে গিয়ে ভৈরব নদে নিখোঁজ স্কুলছাত্র উৎসের মরদেহ উদ্ধার করেছে খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

উৎস গাংনী উপজেলা শহরের ফজলুর রহমানের ছেলে।

গাংনী পাইলট মাধ্যমিক স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্লুইস গেটের একশ গজ দূরে ভৈরব নদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মেহেরপুর ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান আলী জানান, দুপুরে সেলফি তুলতে গিয়ে উৎস (১৫) নামে স্কুলছাত্র ভৈরব নদে তলিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে খবর পেয়ে খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দল মৃত অবস্থায় তাকে উদ্ধার করে।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২১
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।