কুমিল্লা: কুমিল্লার আদর্শ সদর উপজেলার মৌলভীনগর এলাকায় অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেললাইন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, বিকেলে রেললাইনে যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন তারা। মরদেহের পাশে একটি ভাঙা মোবাইল পড়ে ছিল। পরে পুলিশে খবর দিলে তারা গিয়ে মরদেহটি উদ্ধার করে।
কুমিল্লা রেলওয়ে স্টেশন ফাঁড়ির ইনচার্জ (উপপরিদর্শক) মো. ইসমাইল হোসেন বলেন, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ধারণা করছি, ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২১
এনএসআর