ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ১৩ কেজি গাঁজাসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২১
বগুড়ায় ১৩ কেজি গাঁজাসহ আটক ১ আটক মো. বাবলু খন্দকার

বগুড়া: বগুড়া সদর উপজেলায় ১৩ কেজি গাঁজাসহ মো. বাবলু খন্দকার (৩৫) নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টার দিকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বগুড়া র‌্যাব-১২ ক্যাম্প।

আটক বাবলু রংপুর জেলার কাউনিয়া উপজেলার নিজপাড়া এলাকার মৃত আফতাব খন্দকারের ছেলে।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে জেলা সদরের টিএমএসএস সিএনজি রিকুয়েলিং অ্যান্ড গ্যাসোলিন স্টেশনের সামনে বগুড়া-রংপুর মহাসড়ক থেকে ১৩ কেজি গাঁজাসহ মাদকবিক্রেতা বাবুলকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে মোবাইলফোন ও নগদ টাকাও জব্দ করা হয়। আটক ব্যক্তির নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা নিতে বগুড়া সদর থানায় তাকে সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২১
কেইউএ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।