ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

ঘুরতে গিয়ে সড়কে প্রাণ গেলো দুই বন্ধুর

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২১
ঘুরতে গিয়ে সড়কে প্রাণ গেলো দুই বন্ধুর

ফেনী: ঘুরতে গিয়ে মিরসরাই উপজেলার বারইয়ারহাট এলাকায় কাভার্ডভ্যানচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

নিহতরা হলেন- পশ্চিম ছাগলনাইয়া গ্রামের (সুবেদারি রাস্তার মাথা) সিরাজুল ইসলামের ছেলে আজাহারুল ইসলাম অপু (২৫) এবং উত্তর মন্দিয়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে সাইদুল হোসেন।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের খান সিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

সাইদুল হোসেনের চাচাতো ভাই মেহেদী হাসান ইমন বাংলানিউজকে জানান, দুপুরে দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে বারইয়ারহাট ঘুরতে যাচ্ছিলেন। পথে খান সিটি সেন্টারের সামনে কাভার্ডভ্যানের চাপায় ঘটনাস্থলে অপুর মৃত্যু হয়। আর সাইদুল হোসেনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

সাইদুল হোসেন এক সময় প্রবাসে থাকলেও দুই বন্ধুর বর্তমানে তেমন কোনো কর্ম ছিলনা বলে জানান মেহেদী হাসান ইমন। দুই বন্ধু মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

চট্টগ্রামের জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ একেএম শরফুদ্দিন বাংলানিউজকে বলেন, সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যুর খবর পেয়েছি। মোটরসাইকেলটিকে উদ্ধার করে হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২১
এসএইচডি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।