ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

অটোরিকশার সঙ্গে ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২১
অটোরিকশার সঙ্গে ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মো. হাসান

কুমিল্লা: কুমিল্লা সদর উপজেলার জালুয়াপাড়া এলাকায় ব্যাটারিচালিত একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি ধাক্কায় মো. হাসান (২৫) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দুপুরের দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত হাসানের বাড়ি একই জেলার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের ফরিজপুর গ্রামে।  

জানা গেছে, সকালে গোমতী নদীর আইল দিয়ে মোটরসাইকেল চালিয়ে সীমান্তবর্তী সুবর্ণপুর গ্রামে যাচ্ছিলেন হাসান। পথে জালুয়াপাড়া এলাকায় কুমিল্লা শহরমুখী একটি অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন হাসান। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে পাঠায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢামেক হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ বিষয়ে জেলার কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আন্ওয়ারুল আজিম জানান, অটোরিকশার সঙ্গে ধাক্কায় মোটরসাইকেলের এক আরোহী নিহত হওয়ার খবর পেয়েছেন। এ ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।