নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় অজ্ঞাতপরিচয় এক নারীর (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ময়নাতদন্তের জন্য মরদেহটি নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বাংলানিউজকে জানান, উপজেলার জামপুর তালতলা রোডের পাশে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মর্গের প্রতিবেদন দেখে মৃত্যুর কারণ জানা যাবে। নিহতের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ২১৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২১
এসআরএস