ঢাকা: অর্থ আত্মসাতের মামলায় গ্রেফতার ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল অসুস্থ হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) রাতে বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন গুলশান থানার ডিউটি অফিসার এএসআই অলিন্দ্র।
তিনি বলেন, শুক্রবার রাত সাড়ে ৯টায় হঠাৎ অসুস্থতা বোধ করলে চিকিৎসার জন্য তাকে গুলশান থানা থেকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।
তবে রাসেলের সহধর্মিণী, ইভ্যালির সহ-প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শামীমা নাসরিন এখনও পুলিশের হেফাজতে আছেন বলে জানান তিনি।
বাংলাদেশ সময়ঃ ০০০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২১
এস এইচ এস/জেডএ