ঢাকা: রাজধানীর তেজগাঁওয়ে ছুরিকাঘাতে বাধন (২৫) নামে এক রং মিস্ত্রির মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে তেজগাঁও মহিলা কলেজের সামনে একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে।
বাধন কিশোরগঞ্জের আসাদ চৌধুরীর ছেলে । তিনি ফার্মগেট তেজকুনিপাড়া এলাকায় থাকতেন।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, তেজগাঁও মহিলা কলেজের সামনে একটি চায়ের দোকানে বসে বাধনসহ কয়েকজন গল্প করছিল। ধারণা করা হচ্ছে কারও সঙ্গে তর্কাতর্কির একপর্যায়ে ছুরিকাঘাতের শিকার হন তিনি। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক বাধনকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। বিস্তারিত ঘটনা জানার চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ০২৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২১
এজেডএস/জেডএ