হবিগঞ্জ: হবিগঞ্জের লাখাই উপজেলার কৃষ্ণপুর গণহত্যা দিবস শনিবার (১৮ সেপ্টেম্বর)। এ গণহত্যা দিবসের ৫০ বছর পূর্ণ হলো আজ।
মুক্তিযোদ্ধারা জানান, ব্রাহ্মণবাড়িয়া ও অষ্টগ্রামসহ বিভিন্ন এলাকা থেকে মানুষকে ধরে কৃষ্ণপুর গ্রামে এনে ১৮ সেপ্টেম্বর ভোরে হত্যা করে পাক বাহিনী। কমলাময়ী উচ্চ বিদ্যালয়ের সামনে ব্রাশফায়ার করে একশ’ ৩১ জনকে হত্যা করা হয়। পরে মরদেহগুলোর গলায় কলস ও ইট বেঁধে ভাসিয়ে দেওয়া হয় পানিতে।
সেদিন ভোরে কিশোরগঞ্জের অষ্টগ্রাম থেকে একটি স্পিডবোট ও আট-দশটি বাওয়ালী নৌকায় করে হানাদার বাহিনী কৃষ্ণপুরে আসে। তাদের সঙ্গে যোগ দেয় মোড়াকরি গ্রামের লিয়াকত আলী, বাদশা মিয়া, ফান্দাউকের আহাদ মিয়া, বল্টু মিয়া, কিশোরগঞ্জের লাল খাঁ, রজব আলী, সন্তোষপুর গ্রামের মোর্শেদ কামাল ওরফে শিশু মিয়াসহ অন্তত ৫০ জন রাজাকার।
বধ্যভূমিতে নিহতদের স্মরণ করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হবে আজ।
বাংলাদেশ সময়: ০৪০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২১
জেডএ