কুমিল্লা: কুমিল্লা মনোহরগঞ্জে হিমাচল বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন আরোহী নিহত হয়েছে। এ দুর্ঘটনায় দুই শিশুসহ আহত হয়েছে আরও চারজন।
শনিবার (১৮ সেপ্টেম্বর) সকালে কুমিল্লা-নোয়াখালী মহাসড়কের নাথেরপেটুয়া পুরার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মনোহরগঞ্জের খিলা এলাকার রাফি (২৩), নোয়াখালীর চাটখিলের ইয়াসিন (৩২) ও নোয়াখালী সদরের পাচকুড়া এলাকার শাহাদাত হোসেন (২৩)।
আহত চারজন হলো- জেলার লাকসামের বাসিন্দা ও নিহত রাফির আত্মীয় মরিয়ম আক্তার তানহা (৭), নাবিল খান (১২), সিএনজি অটোরিকশার যাত্রী আবুল হোসেন (৬৫) ও বাসযাত্রী মাহাফিয়া বেগম (৪৩)।
মনোহরগঞ্জ থানার নাথেরপেটুয়া তদন্তকেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. জাফর ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নোয়াখালী থেকে ঢাকাগামী হিমাচল পরিবহনের বাসটি বেপরোয়া গতিতে এসে প্রথমে একটি ট্রাক্টর, ইজিবাইক ও বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। এরপর বাসটি যাত্রীবাহী ওই অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এদের মধ্যে আবুল হোসেনকে কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরও বলেন, দুর্ঘটনার পর থানা ও হাইওয়ে পুলিশের সদস্যরা এসে উদ্ধার কাজ শুরু করে। তবে দুর্ঘটনার পর বাসচালক ও হেলপার পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১১৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২১/ আপডেট সময়: ১৫০১ ঘণ্টা
এএটি/জেএইচটি/এনএইচআর