দিনাজপুর: ফেসবুক লাইভে এক পাগলের গাঁজা সেবনের ভিডিও ভাইরাল হয়েছে। গাঁজা সেবনের সেই দৃশ্য লাইভ করেন দিনাজপুর শহরের রামনগর এলাকার সাদ্দাম নামের এক যুবক।
গাঁজা সেবনের ভিডিওটি সাদ্দাম কে (Saddam K) নামের একটি আইডি থেকে ফেসবুকে লাইভ করা হয়। ১৯ সেকেন্ডের সেই ভিডিও এখন ভাইরাল।
ওই ভিডিওতে দেখা যায়, গাঁজা সেবনের স্থানটি রামনগর এলাকায় এক কাঠমিস্ত্রির দোকানে পাশে। মানসিক ভারসাম্যহীন একজনকে গাঁজা সেবনের সময় কলকিতে আগুন ধরিয়ে দিচ্ছেন এক যুবক। তিনি গাঁজা সেবন শেষে অপর একজকে কলকিটি দিয়ে দেন। অপর পাশ থেকে বলতে শোনা যায়, ‘ধোঁয়া ছাড়’।
এ বিষয়ে দিনাজপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান জানান, ইতোমধ্যে গাঁজা সেবনের ভিডিওটা আমাদের হাতে এসেছে। ফেসবুকে লাইভ করা যুবককে আইনের আওতায় আনতে অভিযান চলমান রয়েছে।
বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২১
জেএইচটি