ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

নির্মাণাধীন ভবনে মিলল শ্রমিকের ঝুলন্ত মরদেহ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২১
নির্মাণাধীন ভবনে মিলল শ্রমিকের ঝুলন্ত মরদেহ প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর বিমানবন্দর এলাকার একটি নির্মাণাধীন ভবন থেকে ইয়াছিন ব্যাপারী (১৯) নামে এক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৮ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত ইয়াছিন মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার মাইজগাঁও এলাকার মৃত আল আমিন মিয়ার ছেলে।

পুলিশ জানায়, ভোরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশের ওই ১৪ তলা ভবনের নিচ থেকে দরজা ভেঙে ইয়াসিনের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তার গলায় নাইলনের দড়ি বাঁধা ছিল। ইয়াসিন ওই ভবনে লেবারের কাজ করতেন।

বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) খন্দকার সাজ্জাদ হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইয়াসিন ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

তবে মৃত ইয়াসিনের মামা নজরুল ইসলাম বলেন, ইয়াসিন দেড়মাস আগে ওই ভবনের কাজে যোগ দেয়। সে খুব বিনয়ী স্বভাবের ছিল। কারো সঙ্গে কথা বলতো না। বন্ধু-বান্ধবও ছিল না। তার আত্মহত্যার ব্যাপারে আমাদের সন্দেহ আছে।

বাংলাদেশ সময়: ১২৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২১
এজেডএস/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।