ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

হোসেনপুর পৌর এলাকায় জলাবদ্ধতা, দুর্ভোগে ১৫ পরিবার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২১
হোসেনপুর পৌর এলাকায় জলাবদ্ধতা, দুর্ভোগে ১৫ পরিবার জলাবদ্ধ এলাকা। ছবি: বাংলানিউজ

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ আড়াইবাড়িয়া এলাকায় বৃষ্টি হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন ১৫ পরিবারের লোকজন।

 

হোসেনপুর পৌরসভার দক্ষিণ আড়াইবাড়িয়া এলাকার নূরুজ্জামান খন্দকারের বাড়ির উত্তর পাশসহ বিভিন্ন জায়গায় জলাবদ্ধাতা দেখা যায়।

পানি বের হওয়ার ব্যবস্থা না থাকায় ময়লা আবর্জনা ভেসে উঠেছে। জমানো পানি দুর্গন্ধ হয়ে মশামাছির আবাসস্থলে পরিণত হয়েছে। ময়লা পানি পার হয়ে ১৫ পরিবারের লোকজনকে যাতায়াত করতে হচ্ছে। এতে চর্মরোগসহ নানা অসুখের ঝুঁকিতে রয়েছে পরিবারের মানুষগুলো।
  
স্থানীয়রা জানান, দক্ষিণ আড়াইবাড়িয়া এলাকায় পৌর কর্তৃপক্ষের লোকজন পরিকল্পনা অনুযায়ী বাসা বাড়ি না করায় বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। ফলে দিন দিন জনদুর্ভোগ বেড়েই চলছে।

এলাকার ভূক্তভোগী বকুল মিয়া জানান, পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বাসা বাড়িতে পানি জমে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে বাসা বাড়ির শিশুদের নিয়ে দুশ্চিন্তায় আছি।

হোসেনপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লুৎফর রহমান রাসেল জানান, পৌরসভার মাসিক সভায় আলোচনা করে জলাবদ্ধতা নিরসনে ব্যবস্থা নেওয়া হবে।

হোসেনপুর পৌরসভার সহকারী প্রকৌশলী শেখ ফরিদ জানান, সংশ্লিষ্ট এলাকায় পানি নিষ্কাশনের জন্য প্রজেক্ট সাবমিট করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।