ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

ফুলবাড়ীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২১
ফুলবাড়ীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ছবি: প্রতীকী

দিনাজপুর: দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি ধাক্কায় শাহাজত আলী (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু  হয়েছে।

শনিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ফুলবাড়ী উপজেলার রেলগেট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শাহাজত ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার নেকমোর্দ এলাকার বাসিন্দা। তিনি হিলি কাস্টমসের পরিদর্শক ছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,  সন্ধ্যায় শাহাজত তার সহকর্মী হরিশচন্দ্র ও আমিনুর রহমানকে নিয়ে মোটরসাইকেলে করে হিলি থেকে সৈয়দপুর বিমানবন্দরে যাচ্ছিলেন। পথে ফুলবাড়ী উপজেলার রেলগেট বাজার এলাকায় পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি ধাক্কা লাগে। এতে তারা রাস্তায় পড়ে যান এবং শাহজদ ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

ফুলবাড়ী থানার ওসি আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, ট্রাকচালক রাজিউর রহমান রাজুকে আটক করা হয়েছে। এ ঘটনায় ফুলবাড়ী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।