ঢাকা, শুক্রবার, ২২ কার্তিক ১৪৩১, ০৮ নভেম্বর ২০২৪, ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কক্সবাজারে অতিরিক্ত মদপানে ২ ছাত্রলীগ কর্মীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২১
কক্সবাজারে অতিরিক্ত মদপানে ২ ছাত্রলীগ কর্মীর মৃত্যু প্রতীকী ছবি।

কক্সবাজার:  কক্সবাজারের কলাতলী এলাকার একটি আবাসিক হোটেলে অতিরিক্ত মদপানে অসুস্থ হয়ে দুই ছাত্রলীগ কর্মীর মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গীয়াস।

মৃতরা হলেন- সাইমুন প্রিয়াম ও রাফসানুল হক। তারা চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের এক কর্মকর্তা বাংলানিউজকে জানান, শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকালে কলাতলী এলাকার বে ওয়ান ডাচ হোটেলে উঠেন রাফসানুল হক, রায়হান, সাইমুন প্রিয়ামসহ চার বন্ধু।  হোটেল কক্ষে মদ পান করছিলেন তারা। অতিরিক্ত মদপান করায় তিন বন্ধু অসুস্থ হয়ে পড়েন।

ওইদিন বিকেলে রাফসানুলকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে রায়হান ও সাইমুনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিনগত রাত সোয়া ২টার দিকে সাইমুনের মৃত্যু হয়।

হোটেল রেজিস্ট্রারে দেওয়া ঠিকানায় তিন বন্ধুর বাড়ি চট্টগ্রাম শহরের কোতোয়ালী বলে উল্লেখ করা হয়েছে। এদের মধ্যে রাফসানুল হক শহরের এনায়েতবাজার এলাকার সৈয়দুল হকের ছেলে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গীয়াস বাংলানিউজকে বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, তারা হোটেল কক্ষে বসে মদ পান করেছেন। তবে মদপানের কারণেই অসুস্থ হয়ে পড়েছিলেন কিনা তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে।

বাংলাদেশ সময়: ২৩১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২১
এসবি/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।