মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলায় অভিযান চালিয়ে মারফত আলী (৩২) নামে হত্যা, ডাকাতি, বিস্ফোরক এবং মাদকসহ ৬টি মামলার বিচারাধীন আসামিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে নিজ বাড়ি থেকে দেড় কেজি গাঁজাসহ তাকে আটক করে ডিবি পুলিশের দল।
উপ পরিদর্শক (এসআই) অজয় কুণ্ডু বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল সহড়াতলা গ্রামে অভিযান চালিয়ে মারফত আলীকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে বিশেষভাবে দুটি প্যাকেটে মোড়ানো দেড় কেজি গাঁজা জব্দ করা হয়।
তার নামে হত্যা, ডাকাতি, বিস্ফোরক এবং মাদকের ৬টি মামলা আদালতে বিচারাধীন। তিনি এলাকার একজন শীর্ষ মাদকবিক্রেতা হিসেবে পুলিশের তালিকাভুক্ত।
মারফত আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরেকটি মামলা দায়ের করে গাংনী থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৯৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২১
আরএ