ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২১
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

গোপালগঞ্জ: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় আসাদুর রহমান (২১) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।  

শনিবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগ‌ঞ্জের পুরাতন মুকসুদপুর নামক স্থানে অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় ওই পুলিশ সদস্য নিহত হন।

 

আসাদুর রহমান রাজবাড়ী জেলার আলাদীপুর গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে। তিনি গোপালগঞ্জ পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন।  

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর মিয়া জা‌নান, আসাদুর রহমান মোটরসাইকেলে করে বাড়ি থে‌কে গোপালগঞ্জ যা‌চ্ছি‌লেন। পথে একটি গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয়। ত‌বে কোন গাড়ি তাকে ধাক্কা দি‌য়ে‌ছে তা এখনও নি‌শ্চিত হওয়া যায়‌নি।  

বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।