ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

দিয়াশলাই কাঠি দিতে অস্বীকৃতি, হামলায় ব্যবসায়ীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২১
দিয়াশলাই কাঠি দিতে অস্বীকৃতি, হামলায় ব্যবসায়ীর মৃত্যু প্রতীকী ছবি।

গাজীপুর: গাজীপুরে দিয়াশলাই কাঠি দিতে অস্বীকৃতি জানানোর পর হামলায় এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে কালিয়াকৈর উপজেলার দেওয়ার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যবসায়ীর নাম মিনহাজ উদ্দিন (৪৫)। তিনি উপজেলার বাহাদুরপুর এলাকার হোসেন আলীর ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, দেওয়ার এলাকার চিনাইল শ্রী শ্রী পাগল নাথ আশ্রমে মেলা চলছে। মেলা উপলক্ষে আশ্রমে নানা রকম দোকান বসেছে। শনিবার হোটেল ব্যবসায়ী মিনহাজ তার দোকানের দুই কর্মচারীকে নিয়ে সেখানে যান। ফেরার পথে রিপন (২৩) ও তুহিন (১৯) নামে এলাকার দুই যুবক গাঁজা সেবনের জন্য তার কাছে দিয়াশলাই কাঠি চায়। কিন্তু মিনহাজ তা দিতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়।

পরে ওই দুই যুবক ঘটনাস্থল থেকে চলে গিয়ে ১০-১৫ মিনিট পর আরও কয়েকজনকে নিয়ে হাজির হয়। এ সময় তারা মিনহাজকে এলোপাতাড়ি মারধর করলে তিনি মাটিতে লুটিয়ে পরেন। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে। হাসপাতালে নেওয়ার পথে মিনহাজ মারা যান। নিহতের বুকে, গালে ও কপালে আঘাতের চিহ্ন রয়েছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১১৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২১
আরএস/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।