ঢাকা, শুক্রবার, ৫ পৌষ ১৪৩১, ২০ ডিসেম্বর ২০২৪, ১৭ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রামু উপজেলা পরিষদের সামনে দোকান বরাদ্দের প্রতিবাদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২১
রামু উপজেলা পরিষদের সামনে দোকান বরাদ্দের প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ।

কক্সবাজার: রামু উপজেলা পরিষদ ভবন আড়াল করে মার্কেট নির্মাণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে নাগরিক কমিটি।

শনিবার (১৮ সেপ্টেম্বর) বিকালে রামু চৌমুহনী চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।

 

প্রবীণ আওয়ামী লীগ নেতা, বীর মুক্তিযোদ্ধা গোলাম কবিরের সভাপতিত্বে সমাবেশে মোবাইল ফোনে সংযুক্ত হয়ে বক্তব্য দেন কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল।  

এ সময় তিনি বলেন, রামুতে সাংস্কৃতিক কেন্দ্র, প্রেসক্লাব, শিল্পকলা একাডেমি, ক্রীড়া ভবন, অফিসার্স ক্লাবসহ এলাকার ইতিবাচক উন্নয়নে ভূমিকা রাখে এরকম প্রতিষ্ঠানের অফিস নেই। এসব প্রতিষ্ঠানগুলোই মূলত উপজেলা পরিষদের পাশে থাকা উচিত। কিন্তু ইতিবাচক চিন্তার বাইরে এসে মার্কেট নির্মাণের সিদ্ধান্তের বিষয়টি আমার কাছে দুরভিসন্ধিমূলক আচরণ বলে মনে হচ্ছে। কোনও অবস্থাতেই উপজেলা পরিষদের সৌন্দর্য্য নষ্ট করে দোকান বরাদ্দ দেওয়া যাবে না।

সমাবেশে অন্যান্যদের মধ্যে রামু উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তপন মল্লিক, যুবলীগের সাধারণ সম্পাদক নীতিশ বড়ুয়া, তাঁতীলীগের সভাপতি নুরুল আলম জিকু, সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ, বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মিজানুল হক রাজা, জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নুরুল আমিন, ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন, মোহাম্মদ নোমান, এনামুল হাসান রিয়াদ প্রমুখ বক্তব্য দেন।

সমাবেশ সঞ্চালনা করেন ফতেখাঁরকুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও বণিক সমিতির সদস্য আজিজুল হক আজিজ।

বক্তারা বলেন, এই মার্কেট নির্মিত হলে উপজেলা পরিষদ ভবনের সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি এলাকাটি হাটবাজারে পরিণত হবে। এতে উপজেলায় সেবা নিতে আসা লোকজনকে ভোগান্তি পোহাতে হবে।

তারা বলেন, উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন সরকারের প্রশাসনিক প্রাণকেন্দ্র। সরকারি অর্থায়নেই পরিচালিত হচ্ছে। রামু উপজেলা পরিষদ ও প্রশাসন অর্থ সংকটে পড়েনি যে, সেখানে পুরো ভবনকে আড়াল করে সামনে মার্কেট নির্মাণ করে দিতে হবে। আমরা ধারণা করছি, সরকারকে বিভ্রান্ত করে দায়িত্বশীলরা আর্থিক ফায়দা লুটার জন্য এ রকম সিদ্ধান্ত নিচ্ছে।  

দোকান বরাদ্দ বা সরকারি জমি বিক্রি বন্ধ না হলে অবরোধ, অনশনের মতো কর্মসূচি ঘোষণা করার হুঁশিয়ারি দেন তারা এবং অবিলম্বে রামু উপজেলা পরিষদের সামনে সৌন্দর্য্য নষ্ট করে মার্কেট বা দোকান নির্মাণ বন্ধের জন্য স্থানীয় সংসদ সদস্য ও কক্সবাজার জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২১
এসবি/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।