ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

দেশি-বিদেশি মুদ্রাসহ কেবিন ক্রু আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২১
দেশি-বিদেশি মুদ্রাসহ কেবিন ক্রু আটক

ঢাকা: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মুদ্রাসহ সেহজাদ নামে এক কেবিন ক্রুকে আটক করা হয়েছে। শনিবার সন্ধ‌্যায় জেদ্দাগামী একটি ফ্লাইট থেকে তাকে আটক করা হয়।

রোববার (১৯ সেপ্টেম্বর) বিমানবন্দর সূত্র জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকা থেকে জেদ্দা ছেড়ে যাওয়ার পূর্ব মুহূর্তে বিমানবন্দর, কাস্টমস ও সিভিল এভিয়েশনের নিরাপত্তা বাহিনী ওই কেবিন ক্রুকে আটক করে।

আটকের পর তার পরিবর্তে অন্য একজন কেবিন ক্রুকে জেদ্দাগামী ওই ফ্লাইটে পাঠানো হয়।

বিমানবন্দর সূত্র জানিয়েছে, আটক সেহজাদের স্ত্রীও একজন কেবিন ক্রু। এর আগেও তিনি বিপুল পরিমাণ দেশি-বিদেশি মুদ্রাসহ আটক হয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২১
এসজেএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।