ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

শান্তিগঞ্জে বাস খাদে পড়ে আহত ২৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২১
শান্তিগঞ্জে বাস খাদে পড়ে আহত ২৫

সুনামগঞ্জ: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে ২৫ জন আহত হয়েছেন।

রোববার (১৯ সেপ্টেম্বর) সকালে নোয়াখালির দেবগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, সকালের দিকে দিরাই থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি যাত্রীবাহী বাস যাত্রীসহ নোয়াখালী দেবগ্রাম নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। স্থানীয়দের সহযোগিতায় বাসে থাকা যাত্রীরা বের হতে সক্ষম হয়। এ সময় বাসে থাকা ২৫ জনের অধিক যাত্রী আহত হন। কয়েকজন যাত্রীর অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের সদর হাসপাতালে পাঠানো হয়।  

প্রত্যক্ষদর্শী মনোয়ার আহমদ জানান, নিয়ন্ত্রণ হারিয়ে দেবগ্রাম এলাকায় বাস খাদে পড়ে যায়। স্থানীয়দের সহযোগিতায় বাস থেকে সকল যাত্রী বের হয়ে এলেও অনেক আহত হন।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোক্তাদির হোসেন বাংলানিউজকে বলেন, বাস খাদে পড়ে অনেকেই আহত হন। পুলিশ ঘটনাস্থলে রয়েছেন। যাত্রী ও বাস উদ্ধার কার্যক্রম চলছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।