ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলের রেলগাড়ি বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২১
ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলের রেলগাড়ি বন্ধ

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রংপুর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ায় ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।  

রোববার (১৯ সেপ্টেম্বর) দুপুরের দিকে সিরাজগঞ্জ-ঈশ্বরদী রেল সড়কে উল্লাপাড়া ও লাহিড়ী মোহনপুর স্টেশনের মধ্যে ৩২ নম্বর সেতুর পাশে ট্রেনটির ইঞ্জিন বিকল হয়।

 

উল্লাপাড়া রেল স্টেশনের মাস্টার মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, ঢাকা থেকে রংপুর যাওয়ার পথে ৩২ নম্বর সেতুর পাশে পৌঁছালে আন্তঃনগর ট্রেন রংপুর এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এ কারণে এ রুটে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। তবে লাইট ইঞ্জিন আনা হচ্ছে। লাইট ইঞ্জিন এসে বিকল ইঞ্জিনটি সরিয়ে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।  

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২১
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।