সুনামগঞ্জ: সুনামগঞ্জ-ঢাকা মহাসড়কে চলাচলকারী দূরপাল্লার বাস থামিয়ে চাঁদাবাজির অভিযোগে পরিবহন ধর্মঘট চলছে সুনামগঞ্জে।
রোববার (১৯ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য সুনামগঞ্জ-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা করা করে ধর্মঘট পালন করছে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন।
এদিকে আন্তঃজেলা বাস পরিবহন সেবা ধর্মঘটের আওতামুক্ত থাকলেও দূর পাল্লার বাস বন্ধ হওয়ায় বিপাকে পড়েছেন সুনামগঞ্জ থেকে রাজধানী ঢাকাসহ ৮ জেলার যাত্রীরা। সে ক্ষেত্রে ভেঙে ভেঙে নিজ গন্তব্যে যাচ্ছেন তারা।
ঢাকা থেকে টাঙ্গুয়ার হাওরে ঘুরতে আসা জহির রহমান বলেন, এ ধর্মঘটের কথা আমরা জানতাম না। রাতে হাওরে ছিলাম সকালে কাউন্টারে এসে দেখি তালা দেওয়া। পরে একজনকে জিজ্ঞেস করলে জানতে পারি বাস ধর্মঘট চলছে। তাই এখন আমরা প্রথমে সিলেটে এবং পরে সেখান থেকে ঢাকা যাবো।
শামসুল আলম রাজু নামে একজন বলেন, ব্যবসার কাজে ঢাকা যেতে চেয়ে ছিলাম। ঢাকা থেকে পাইকারি মালামাল এনে এখানে (সুনামগঞ্জ) বিক্রি করি। মাল শেষ হয়ে গেছে কবে, যে ধর্মঘট শেষ হবে তার কোনো ঠিকঠিকানা নেই। এর আগে করোনার সয়ম গাড়ি চলাচল না করায় অনেক ক্ষতি হয়েছে। এখন পরিবহন ধর্মঘটের কারণে আরও ক্ষতির সম্মুখীন হবো।
এ ব্যাপারে সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নূরুল হক বলেন, বাইপাস সড়কে চাঁদাবাজি বন্ধ না হলে আমাদের ধর্মঘট চলবে। আমরা প্রশাসনের সঙ্গে কথা বলেছি, তারাও বলেছেন বিষয়টি নিয়ে আলোচনায় বসবেন।
জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বাংলানিউকে জানান, প্রশাসন থেকে দুই পক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২১
এমএমজেড