ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পকুরিয়া এলাকায় ট্রাকচাপায় কামরুল ইসলাম (৪৮) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। তিনি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপ-সহকারী প্রকৌশলী।
রোববার (১৯ সেপ্টেম্বর) সকালে ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত কামরুলের বাড়ি ফরিদপুর সদরের সাদিপুর এলাকায়।
স্থানীয়রা জানান, সকালে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে নিজ কর্মস্থলের উদ্দেশে রওনা হন কামরুল ইসলাম। পথে পকুরিয়া এলাকায় এলে একটি ট্রাক তার মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে কামরুলের দুইটি পা থেতলে যায়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে কত্যর্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২১
এসআরএস