ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

জাতীয়

রামপুরায় এক নারীকে গণধর্ষণের অভিযোগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২১
রামপুরায় এক নারীকে গণধর্ষণের অভিযোগ

ঢাকা: রাজধানীর পূর্ব রামপুরা এলাকায় একটি বাসায় রাতভর গণধর্ষণের শিকার হয়েছেন তিন সন্তানের জননী। তার বয়স আনুমানিক (২৫) বছর।

স্বজনদের অভিযোগ, পূর্বপরিচিত শরীফসহ তিনজন তাকে মদ খাইয়ে রাতভর ধর্ষণ করেছেন।  

রোববার (১৮ সেপ্টেম্বর) দুপুরের দিকে ওই নারীকে অসুস্থ অবস্থায় তার স্বজনরা ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান।  

গণধর্ষণের শিকার ওই নারীর বরাত দিয়ে তার ভাই অভিযোগ করেন, গত দুই মাস আগে তার বোনের স্বামী তাকে ফেলে বরিশাল চলে গেছেন। এ কারণে তার বোন রাজধানীর খিলগাঁও এলাকায় তার বাসায় থাকেন। এর আগে তার বোন স্বামী ও সন্তানসহ রামপুরার উলন রোড এলাকায় থাকতেন। সেখানে শরীফ নামে এক ব্যক্তির সঙ্গে তার বোনের পরিচয় হয়। শরীফ বিভিন্ন সময় তাকে বিয়ের প্রলোভন ও তার খরচ দেওয়ার কথা বলে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেন। এক পর্যায়ে গত রাতে শরীফ তার বোনকে ডেকে নিয়ে যান পূর্ব রামপুরা জাকিরের গলি এলাকার একটি বাসায়। সেখানে শরীফ, ইব্রাহিম ও মাইনউদ্দিন নামে তিন ব্যক্তি তাকে মদ খাইয়ে রাতভর ধর্ষণ করেন। এ কাজে সহযোগিতা করে আরও এক নারী।

তিনি জানান, সকালে অসুস্থ অবস্থায় একটি রিকশাযোগে খিলগাঁও এলাকায় ভাইয়ের বাসায় গিয়ে বিস্তারিত খুলে বলেন তার বোন। পরে তাকে দুপুরের দিকে ঢামেক হাসপাতালের গাইনি ওয়ার্ডে নিয়ে আসে চিকিৎসার জন্য।

ঢাকা মেডিক্যাল পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, রামপুরা থেকে এক নারী হাসপাতালে এসেছেন চিকিৎসার জন্য। তার পরিবার অভিযোগ করেছে তিনি গণধর্ষণের শিকার হয়েছেন। বিষয়টি রামপুরা থানাকে অবগত করা হয়েছে।

এদিকে রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) মারুফ বাংলানিউজকে জানান, এখনো কোনো অভিযোগ পাইনি। তবে ঘটনাটি আমরা শুনেছি। এ ঘটনার প্রাথমিক তদন্ত করছি।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২১
এজেডএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।