ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

বিষপানে চার সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২১
বিষপানে চার সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা! হাসপাতালে চিকিৎসাধীন শিশুরা।

লক্ষ্মীপুর: পারিবারিক কলহের জেরে রাগের বশবর্তী হয়ে মাহমুদা বেগম নামে এক নারী তার চার সন্তানকে নিয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।  

জুসের সঙ্গে সন্তানদের বিষপান করিয়ে নিজেই সেই বিষ মিশ্রিত জুস পান করেন।

এতে অসুস্থ হয়ে পড়লে তাদের পাঁচজনকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা।  

শনিবার (১৮ সেপ্টেম্বর) রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার আবিরনগর গ্রামের মিয়ার রাস্তা নামক এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে তারা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক কমলা শীষ রায় জানান, বিষক্রিয়া নিয়ে একই পরিবারের পাঁচজন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের চিকিৎসা চলছে। আশঙ্কামুক্ত হতে আরও ৭২ ঘণ্টা অপেক্ষা করতে হবে।

স্থানীয়রা ও ওই নারীর পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চার সন্তানের জননী মাহমুদা বেগমের সঙ্গে তার স্বামী নাদিম হোসেনের পারিবারিক কলহ চলছিলো। এ কারণে তাদের মধ্যে প্রায় ঝগড়া লেগে থাকতো। এর জেরে শনিবার রাতে মাহমুদা ঘরের দরজা বন্ধ করে তিন ছেলে জুলহাস (১০) মুর্তজা (৭) আরমান (৫) ও মেয়ে পান্নাকে (৬) বিষ মিশ্রিত জুস পান করিয়ে নিজেও সেই জুস পান করেন। একইসঙ্গে মৃত্যু নিশ্চিত করতে নিজেই ঘরের দরজা বন্ধ করে ভেতরে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেন।  

এ সময় শিশুদের চিৎকারে বাড়ির লোকজন এসে ধোঁয়া দেখতে পেয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে তাদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

মাহমুদার স্বামী নাদিম জেলা শহরের ফার্মেসি ব্যবসায়ী। তিনি দাবি করেন, স্ত্রীর বেপরোয়া জীবন যাপনে সংসারে অশান্তি লেগে থাকতো। সব সময় টাকা পয়সা চাইতো তার স্ত্রী। না দিলে সন্তানদের নিয়ে আত্মহত্যার হুমকি দিতো। শনিবার রাতে সবার অগোচরে এ ঘটনা ঘটিয়েছে বলে জানান তিনি।

শহর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ইমদাদুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।