ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী কমিশনার (এসি) পদমর্যাদার তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। রোববার (১৯ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।
বদলি হওয়া কর্মকর্তারা হলেন- ঢাকা মেট্রোপলিটন পুলিশের অপারেশন্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার খন্দকার রেজাউল হাসানকে সহকারী পুলিশ কমিশনার মতিঝিল বিভাগের পেট্রোল-খিলগাঁও, গোয়েন্দা-তেজগাঁও বিভাগের সহকারী পুলিশ কমিশনার মুজিব আহম্মদ পাটওয়ারীকে তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোন ও তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. মাহিন ফরাজীকে সহকারী পুলিশ কমিশনার পিওএম-পূর্ব বিভাগে বদলি/পদায়ন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২১
এসজেএ/আরবি