পিরোজপুর: পিরোজপুরের ইন্দুরকানীতে নালার পানিতে ডুবে মো. আহম্মেদ কাজী নামে দুই বছরের একটি শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২০ সেপ্টেম্বর) দুপুরে তার মৃত্যু হয়।
আহম্মেদ উপজেলার সদর ইউনিয়নের সেউতিবাড়িয়া গ্রামের মো. শাহীন কাজীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মায়ের সঙ্গে নানার বাড়িতে অবস্থান করছিল আহম্মেদ। দুপুরে সবার অজান্তে খেলতে গিয়ে বাড়ির পাশের নালায় পড়ে যায় সে। পরে অনেক খোঁজাখুঁজি করে শিশুটিকে নালার পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২১
জেডএ