কুমিল্লা: কুমিল্লার দাউদকান্দিতে নিখোঁজ হওয়ার একদিন পর পুকুর থেকে পরিচ্ছন্নতা কর্মী হেলাল মিয়ার (৪৫) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
সোমবার (২০ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৩টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
এর আগে রোববার দুপুরে দাউদকান্দি উপজেলার গৌরিপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন পুকুরে পানি নিষ্কাশন করতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন হেলাল। তিনি গৌরিপুর ইউনিয়নের হাটচান্দিনা গ্রামের ধনু মিয়ার ছেলে।
জানা যায়, অতিরিক্ত বৃষ্টির কারণে ইউনিয়ন পরিষদের আশেপাশের এলাকা ও গৌরিপুর বাজারে জলাবদ্ধতার সৃষ্টি হয়। জলাবদ্ধতা নিরসনের জন্য পুকুরে ডুবে থাকা পানি নিষ্কাশনের লাইন পরিষ্কার করতে গিয়ে পরিচ্ছন্নতা কর্মী হেলাল ডুবে যান। রোববার অনেক চেষ্টা করেও তাকে খুঁজে পাওয়া যায়নি। সোমবার পুকুরে তার মরদেহ পাওয়া যায়।
গৌরিপুর ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২১
এসআই