রাজশাহী: রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে।
সোমবার (২০ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে একজন করোনা পজিটিভ রোগী ছিলেন। এছাড়া বাকি চারজন করোনা উপসর্গে নিয়ে মারা গেছেন। এদের মধ্যে রাজশাহীর একজন, নওগাঁর দুজন, চাঁপাইনবাবগঞ্জের ও পাবনার একজন করে রোগী ছিলেন। চলতি মাসে এ নিয়ে মোট ১৩০ জনের মৃত্যু হলো। রামেক হাসপাতালের করোনা ইউনিটে এর আগে গত আগস্টে ৩৬৪ জন, জুলাইয়ে ৫৩১ জন এবং জুনে ৪০৫ জন মারা গেছেন।
রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ২৩ জন। এনিয়ে ২৪০ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ১২২ জন।
বাংলাদেশ সময়: ০৯৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২১
এসএস/এনএইচআর